জানুয়ারি ২২, ২০২৫

ডি-এইট সম্মেলনে যোগ দিতে মিশর গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন তিনি। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি।

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে এবারের ডি এইট সম্মেলন। তরুণদের বিনিয়োগ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা এবং আগামীর অর্থনীতি গঠন- এই প্রতিপাদ্য এবারের সম্মেলনের।

বাংলাদেশ ছাড়াও তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকার প্রধানরা সম্মেলনে যোগ দেবেন।

এর আগে, চারদিনের সফর শেষে ঢাকা ছাড়েন তিমুর লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...