ডিসেম্বর ২৪, ২০২৪

দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতনে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জেঁকে ধরেছিল বাংলাদেশ। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহর ব্যাটে সে শঙ্কা দূরে ঠেলেছে দল। তাদের পঞ্চম উইকেট জুটি এরই মধ্যে পেরিয়েছে পঞ্চাশ রানের মাইলফলক।

এর আগে দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকারের এসেছিল ৫৩ রান। কিন্তু সেখান থেকেই শুরু হয় ছন্দপতন। ৫৩ থেকে ৫৮ রানে পৌঁছাতেই সাজঘরের পথ ধরেন প্রথম তিন ব্যাটার।

সিরিজজুড়ে ব্যাট হাতে ভুগতে থাকা তাওহিদ হৃদয় ৭ রানের বেশি রান করতে পারেননি। ৭২ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে এখন টেনে নিচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান তুলেছে বাংলাদেশ। ৩৮ রান নিয়ে ব্যাট করছেন মিরাজ, ৩৩ রান করেছেন মাহমুদউল্লাহ। তাদের জুটিতে এসেছে ৬৫ রান।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...