ডিসেম্বর ২৪, ২০২৪

বিজ প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোন সংলগ্ন উপকূলে ড্রেজারডুবির ঘটনায় নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ১ জন এবং বুধবার (২৬ অক্টোবর) সকালে আরও ৩ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে মঙ্গলবার সকালে এই ড্রেজার ডুবির ঘটনা ঘটে। এই সময়ে ড্রেজারটিতে মোট ৮ জন শ্রমিক ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার দুপুরে থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এই ঘটনার আরও ৪ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...