সেপ্টেম্বর ১৭, ২০২৪

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়ছে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকাগুলোতে। রোববার (২৮ জুলাই) টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে গুলিবর্ষণ ও মর্টার শেলের বিস্ফোরণ শব্দ ভেসে আসে।

এ ছাড়া বাংলাদেশের ভেতরে কয়েকটি গুলি পড়ার খবরও পাওয়া গেছে। এতে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন  বলেন, আজ ভোর থেকে সীমান্তে ফের গুলাগুলির শব্দ শুনা যায়। এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। কিছুদিন আগে কয়েকটি গুলি এপারে (বাংলাদেশ) এসে পড়ে। আজ রোববারও দুইটি গুলি এসে পড়ার খবর পেয়েছি।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর ইসলাম বলেন, আজ ভোর থেকে ব্যাপক গুলিবর্ষণ ও মর্টার শেলের বিস্ফোরণের শব্দ শুনা যায়। তবে এটা প্রতিদিনের ঘটনা।

জসিম মাহমুদ নামক শাহপরীর দ্বীপের এক বাসিন্দা বলেন, প্রতিদিনের মতো আজকেও কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনা যায়। কয়েকটি গুলি এপারে এসে পড়ার কথা কয়েকজন থেকে শুনেছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, শাহপরীর দ্বীপে কয়েকটি গুলি পড়ার কথা শুনেছি। তবে এখনো পর্যন্ত বিজিবি থেকে কোনো কিছু জানা হয়নি।

এই বিষয়ে জানতে টেকনাফ-২ বিজিবির সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দেননি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *