ডিসেম্বর ২৭, ২০২৪

ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাপ্পী।

বাপ্পীর স্বজনরা জানিয়েছেন, স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন।

বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’সহ কয়েকটি সিনেমা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...