জানুয়ারি ২২, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. আনোয়ারুল হক ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ১ সেপ্টেম্বর ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৪৮তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ বুধবার  ৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রকৌশলী আনোয়ারুল হক লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

আনোয়ারুল হক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তিনি গুলশান ক্লাব লিমিটেড, ধানমন্ডি ক্লাব লিমিটেড এবং উত্তরা মডেল ক্লাব লিমিটেডের সদস্য।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...