জানুয়ারি ২২, ২০২৫

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের উত্তরে অবস্থিত ছোট্ট শহর ডিক্সভিল নচে। এখানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ও ভোট গণনা শেষ হয়েছে। তাও আবার মধ্যরাতে!

কেন্দ্রটিতে মোট ভোট পড়েছে ছয়টি। গণনার পর দেখা যায়, কমলা পেয়েছেন তিন ভোট, ট্রাম্পও পেয়েছেন তিন ভোট। মানে, প্রথম ফলাফলেই হাড্ডাহাড্ডি লড়াই।

সেখানকার স্থানীয় নির্বাচনী আইন অনুযায়ী, মধ্যরাতের পরপরই ভোট গ্রহণ শুরু হয় ও সব নিবন্ধিত ভোটার কিছুক্ষণের মধ্যে ভোট দিয়ে দেন। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের অন্য কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়ে থাকে।

মার্কিন নির্বাচন নিয়ে শহরটির একটি পুরনো ঐতিহ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের সুর বাজানোর মধ্য দিয়ে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয় মধ্যরাতে। দেশটিতে ১৯৬০ সাল থেকে ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে এ রেওয়াজ অনুসরণ করে আসছেন।

এই শহরে মাত্র দু’বার সব ভোটারের ভোট পেয়েছেন একজন প্রেসিডেন্ট প্রার্থী। প্রথমজন ১৯৬০ সালে রিচার্ড নিক্সন এবং পরের জন ২০২০ সালে জো বাইডেন। তবে, এবার তা হয়নি। ৩-৩ ভোটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির মধ্যে হলো ড্র।

তবে, ২০২০ সালের নির্বাচনে ভোটার ছিলো মাত্র ৫ জন। শহরটি খুব ছোট হওয়ার কারণে ভোটারদের সংখ্যা অনেক কম থাকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...