জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেজন্যে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে কমিশন কাজ করছে বলে জানালেন প্রধান র্নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আজ রোববার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
বিগত সরকারের আমলে নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে, তা পুনরুদ্ধারে নির্বাচন কমিশন কাজ করবে বলেও জানান কমিশনাররা। ভোটার হালনাগাদে অনিয়ম, অস্বচ্ছতা কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন সিইসি।
খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২০ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হবে।
এ উপলক্ষে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাদাগের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা।
এসময় ভোটার তালিকা হালনাগাদে স্বচ্ছতার উপর জোর দিয়ে কমিশনাররা বলেন, আগের নির্বাচনগুলো যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা দরকার, তার সবটুকুই করবে কমিশন।
ভোটের মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সাথে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন তারা।
গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই উল্লেখ করে সিইসি নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন। বলেন, অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কমিশন।
৪০ টি ব্যাচে প্রায় এক হাজার জন প্রশিক্ষককে ভোটার হালনাগাদের জন্য এই প্রশিক্ষণ দেয়া হবে।