জানুয়ারি ২৭, ২০২৫

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে বাঁশগাড়ি ইউনিয়নের সদস্য আক্তার শিকদার ও তার ছেলেসহ ৩জন কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, বাঁশগাড়ি এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের সঙ্গে প্রতিপক্ষের দ্বন্দ্ব চলছিলো। এর জেরে শুক্রবার ভোরে সংঘর্ঘে জড়ায় দু’পক্ষ। এ সময় বিস্ফোরণ ঘটানো হয় হাতবোমা। এছাড়া এ ঘটনায় ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...