ডিসেম্বর ২৩, ২০২৪

হাওয়াই দ্বীপপুঞ্জের মাউইতে দাবানলে অন্তত ৩৬ জন মারা গেছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

চার মাত্রার হারিকেন ডোরার প্রভাবের কারণে বাতাসের গতিবেগ বাড়ায় দ্বীপের প্রধান পর্যটন গন্তব্য লাহাইনায় দাবানল ছড়িয়ে পড়ায় এ মৃত্যুর ঘটনা ঘটে। দাবানল আশেপাশের এলাকাকে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিস্তৃত পরিসরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। এখনও কিছু লোক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার তার সঙ্গী এবং ছয় বছরের ছেলেকে পালিয়ে আসা কামুয়েলা কাওয়াকোয়া বলেন, ‘আমরা শুধু সময়মতো হয়ে আসতে পেরেছি। সেখানে বসে থাকা এবং শুধু আমার শহরকে পুড়ে ছাই হতে দেখা খুব কঠিন ছিল এবং কিছুই করতে পারছিলাম না। আমি অসহায় ছিলাম।’

মাউইতে পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। দাবানলের কারণে দর্শনার্থীদের দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

হাওয়াইয়ের লেফটেন্যান্ট গভর্নর সিলভিয়া লুক সাংবাদিকদের বলেন, ‘এটি নিরাপদ জায়গা নয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...