ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়।
মেয়র পদে পাঁচজন, ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ করা হয়।
টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন সাবেক মেয়র ইকরামুল হক টিটু, সাদেক খান মিল্কী টজু পেয়েছেন হাতি প্রতীক, এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া প্রতীক, রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক এবং জাতীয় পার্টির শহীদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন লাঙ্গল প্রতীক।
আগামী ৯ মার্চ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটগ্রহণ।
প্রতীক পেয়ে প্রার্থীরা উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে প্রচরণায় নেমেছেন।