জানুয়ারি ১৫, ২০২৫

প্রশ্ন: নামাজের জামাত চলাকালীন এসির ভেতরে নামাজ পড়তে অসুবিধা হয়, তাই দুই কাতার পেছনে বারান্দায় নামাজ পড়লে আদায় হবে কিনা?

উত্তর: ইমামের ইক্তেদার মাসয়ালায় মসজিদের বারান্দা মসজিদের হুকুমেরই অন্তর্ভূক্ত। কাজেই সেখান থেকে ইক্তেদা করে নামাজ আদায় করলেও নামাজ সহিহ হয়ে যাবে। তবে একান্ত প্রয়োজন না থাকলে ভেতরে খালি রেখে বারান্দায় দাঁড়ানো মাকরুহে তাহরিমি।

যেহেতু আপনি আপনার ওজরের কথা বলেছেন। যদি সম্ভব হয় কিছুটা কষ্ট হলেও মূল জামাতের সঙ্গে দাঁড়াতে চেষ্টা করুন। প্রয়োজনে মসজিদের যেই অংশে এসির বাতাস/শীতলতা কম সেই অংশে দাঁড়ান।

অথবা ইকামত শুরু হলে মসজিদের ভেতরে যান এবং সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বারান্দায় এসে অন্যান্য আমল পূরণ করুন। তাহলে আশা করছি খুব একটা সমস্যা হবে না। কিন্তু এরপরও যদি সমস্যা হয় তাহলে বারান্দা থেকেই ইক্তেদা করতে পারবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...