ডিসেম্বর ২২, ২০২৪

পাকিস্তানের পাঞ্জাবে নির্বাচনে প্রাদেশিক পরিষদে সরকার গঠন করছে পাকিস্তান মুসলিম লিগ (এন)। দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন। নওয়াজ শরীফ তাকে দলের পক্ষ থেকে এ মনোনয়ন দিয়েছেন। প্রাদেশিক পরিষদে বিরোধী দলে বসছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান। আর বিরোধী দলের নেতা হবেন সোনম জাবেদ। খবর জিওনিউজের।

পিটিআই পাঞ্জাবে বিরোধী দলের আসনে বসার ঘোষণা দিয়েছে। গত শুক্রবার পিটিআই নেতা ব্যারিস্টা সাইফ ঘোষণা দেন যে, কেন্দ্রে ও পাঞ্জাবে বিরোধী দলের আসবে বসবে স্বতন্ত্ররা। জয়ী স্বতন্ত্র ১১৬ জনের মধ্যে ৯৬ জনই পিটিআইর।

তবে অন্য একটি সূত্র বলছে, সাবেক প্রাদেশিক মন্ত্রী পিটিআই নেতা মিয়া আসলাম ইকবাল মুখ্যমন্ত্রী হবেন।

আরও পড়ুন: তোশাখানা মামলার রায় চ্যালেঞ্জ করলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি

চলতি সপ্তাহের শুরুতে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার জন্য মরিয়ম। তাকে রাজ্যের পুলিশ প্রধান ও প্রশাসন প্রধান নানা বিষয়ে ব্রিফ করেছেন।

পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ নির্বাচনে ১৩৮ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মরিয়মের দল। তবে এখানেও জোট সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়েছে নওয়াজের পক্ষ থেকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...