আগস্ট ২৩, ২০২৫

সদ্যই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ড. শেখ আবদুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত ড. শেখ আব্দুর রশিদকে গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি।

আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...