সেপ্টেম্বর ৮, ২০২৪

রাষ্ট্রীয় এই মধ্যাহ্নভোজের মেন্যুতে ভারতের ঐতিহ্যবাদী খাবার, মৌসুমি ফলমূল ও মিষ্টান্নের বিভিন্ন পদ রাখা হয়।

নতুন সরকার গঠনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে বৈঠকের পর দুই দেশের মধ্যে ৭টি নতুন এবং পুরানো ৩টি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক সই হয়। তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়েও এ সময় আলোচনা হয়।

এর আগে স্থানীয় সময় বেলা ১২টার কিছু আগে হায়দরাবাদ হাউজে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর সম্মানে হায়দরাবাদ হাউজে মধ্যাহ্নভোজের আয়োজনও করেন নরেন্দ্র মোদি।

দুপুরের এই খাবারের তালিকায় ছিল- দই ফুচকা, মটর ও বাজরার শোর্ভা, ছানার পাতুরি, সবজি কিমা ও থাইম সিঙ্গারা, অমরনাথ কোফতা গুলবদন, পাঞ্চমেলনি সবজি, দই পনীর, শুক্তো, মসুর ডাল, কলকাতা বিরিয়ানি, বাছাইকৃত ভারতীয় রুটি। ডেজার্ট হিসেবে ছিল, পান রসমালাই কুলি, গুড়ের জিলাপি ও আমের কুলফি এবং নানাবিধ মৌসুমি ফল। সবশেষে পরিবেশন করা হয় রোস্টেড কফি, মাসালা চা এবং খেওয়া।

এর আগে স্থানীয় সময় বেলা ১২টার কিছু আগে হায়দরাবাদ হাউজে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফটোসেশনের পর হায়দরাবাদ হাউজের নিলগিরি বৈঠক কক্ষে একান্ত বৈঠকে বসেন নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা। আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের আগে নিজেদের মধ্যে একান্তে কথা বলেন দুই সরকারপ্রধান

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *