ডিসেম্বর ২৩, ২০২৪

ঢাকার সাভারের আমিনবাজার থেকে নয়াহাট পর্যন্ত এলাকাগুলোতে মধ্যরাত থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ জুন) দিবাগত রাত ৩টা থেকে শুক্রবার (৭ জুন) দুপুর ৩টা পর্যন্ত আমিনবাজার উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে সাভারের আমিনবাজার থেকে নয়াহাট পর্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ ব্যাপারে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ব্যবস্থাপক মুশফিকুল হাসান জানান, উপকেন্দ্রের মেরামতসহ রক্ষণাবেক্ষণ কাজের জন্য সরবরাহ বন্ধ রাখা হবে।

কারখানা ও সাধারণ গ্রাহকদের ভোগান্তির কথা চিন্তা করে এবার ভোর থেকে দুপুর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে, কারখানা কর্তৃপক্ষ ও এলাকাভিত্তিক চিঠি দিয়ে জানানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...