জানুয়ারি ১০, ২০২৫

সৌদি আরব ও তুরস্কসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রোববার রাতে তারাবির নামাজ পড়েন এসব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মীয় ভাবগাম্ভির্যের সাথে রোজা পালনে নেয়া হয়েছে নানা প্রস্তুতি।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামিক মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনে হয়। রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় হিজরি ক্যালেন্ডারের আগের মাস শাবান ২৯ দিনে শেষ হয়েছে।

সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস। একইসাথে আরব আমিরাতও আজ থেকে পবিত্র রমজান গণনা ও রোজা শুরু করেছে।

এরই অংশ হিসাবে, রোববার রাতেই এশার নামাজের পর তারাবির নামাজ পড়েন মধ্যপ্রাচ্যের ধর্মপ্রাণ মুসলমানরা। শেষ রাতে প্রথম সেহরিও খান তারা।

তুরস্কে ঐতিহ্যবাহী পোশাক পরে দাভুল নামের বড় আকারের ঢোল পিটিয়ে মানুষজনকে সাহরিতে জাগিয়ে তোলা হয়। দুই দিকেই বাজানো যায় এমন ঢোল নিয়ে শহরজুড়ে ঘুরে ঘুরে সেহরির জন্য ডাকা হয়।

মিশর ও জর্ডানে সাহরির আগে এলাকাভিত্তিক কিছু মানুষ প্রতিবেশীদের ঘুম থেকে ওঠানোর জন্য ডাকেন, যাদের বলা হয় মেসাহারাতি। আশপাশের রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে জাগিয়ে তোলার জন্য ডাক দিয়েছেন তারা।

এদিকে, রমজান মাসে সৌদি আরব ও আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে বেশিরভাগ সরকারি এবং অনেক বেসরকারি খাতের কর্মচারীদের কাজের সময় কমানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...