ফেব্রুয়ারি ২৪, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাবেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাবির জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

তিনি বলেন, মঙ্গলবার ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ রাবিতে আসবেন। তিনি হয়ত বেশি সময় থাকবেন না। বিকেলের দিকে স্টেডিয়ামে একটা ম্যাচ হবে সেটা তিনি উদ্বোধন করবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সমন্বয়কদের সঙ্গে দেখা করবেন তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্টেডিয়ামে একটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মধ্যে। খেলাটি উদ্বোধন করবেন আসিফ মাহমুদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...