ডিসেম্বর ২৩, ২০২৪

ভ্যালেন্টাইনস ডেতে দর্শকদের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুকিং’ নিয়ে আসছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি।

ফেসবুকে ‘বুকিং’-এর পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছেন- ‘শর্টফিল্ম দেখতে ১৪ ফেব্রুয়ারি চোখ রাখুন বঙ্গোতে।’ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এ চলচ্চিত্রে পরীমনির নায়ক হয়েছেন অভিনেতা এবিএম সুমন।

পরীমনি বলেন, ‘বুকিং’ একটা মিষ্টি প্রেমের গল্প। সঙ্গে নানা চমকও আছে।

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে গেল বছর কাজে ফিরলেও বছরের শেষদিকে অভিভাবক নানাভাইকে হারিয়ে কিছুটা সময় চুপচাপ ছিলেন পরীমনি। তবু বছরের শেষে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেন। এরপর শুরু হয় ‘বুকিং’-এর কাজ। মাঝে নিজের এবং ছেলের অসুস্থতা নিয়ে হাসপাতালে থাকেন পরীমনি।

আগামীতে টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ নামে আরেকটি সিনেমায় দেখা যাবে এই নায়িকাকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...