জানুয়ারি ২৩, ২০২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের বাধা ও হুমকি দিলে ব্যবস্থা নিতে প্রমাণ লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নাটোরের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, ‘ভোটারদের নির্ভয়ে ভোট দেয়ার পরিবেশ তৈরি করতে কাজ করছে নির্বাচন কমিশন। আগে ভোটারদের বাধা এবং নির্বাচন বাধা দেয়া হলে কোনও আইন ছিল না। বর্তমানে ভোটারকে বাসা ও ভোটকেন্দ্র হুমকি এবং বাধা দেয়া অথবা আতঙ্ক সৃষ্টি করলেই শাস্তির আওতায় নিয়ে আনা হবে। ভোটারদের সুরক্ষার জন্য আইন সংশোধন করা হয়েছে    ।’

ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোন ভোটার আক্রান্ত হলে বা হুমকি দিলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন; ভোটারকে হুমকি দিলে প্রমাণ লাগবে না, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী।’

আচরণবিধি লঙ্ঘন বিষয়ে কমিশনার বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন হলে প্রার্থীদের শাস্তি দেয়ার পাশাপাশি প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। শাস্তির পরও আচরণবিধি লঙ্ঘন হলে সেগুলোর শাস্তিও দৃশ্যমান হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের উদ্দিন ভূঞা, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...