জানুয়ারি ৩, ২০২৫

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ও এর উৎপত্তিস্থল সম্পর্কে জানা যায়নি। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কেঁপে উঠে বিভিন্ন এলাকা। এদিকে সিলেট ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ঢাকা, চট্রগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি- ভূমিকম্পটি ৫.৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৬।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...