নভেম্বর ২৪, ২০২৪

প্রতিপক্ষ হিসেবে ভুটান যেন বরাবরই বাংলাদেশের গোল উৎসবের উপলক্ষ্য। গত আসরেও সে চিত্র দেখেছিল ভক্তরা। এবারও হলো তাই। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার মিশনে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল বাংলাদেশের মেয়েরা। তহুরা খাতুনের হ্যাটট্রিক আর সাবিনা খাতুনের জোড়া গোলের দিনে ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে সাফের ফাইনালে উঠল পিটার বাটলারের দল।

আজ রোববার (২৭ অক্টোবর) উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভুটান। দুদলের লড়াইয়ের শেষটা হয় বাংলাদেশের ৭-১ গোলের জয়ে। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। জোড়া গোলের দেখা পেয়ছেন সাবিনা খাতুন। আর একটি করে গোল করেন ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভিন।

গত ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই ছন্দ ভুটানের বিপক্ষেও ধরে রাখল বাংলাদেশের মেয়েরা। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার মিশনে প্রথমার্ধে ভুটানের জালে পাঁচবার বল পাঠিয়েছে লাল-সবুজ দলের মেয়রা। দ্বিতীয়ার্ধে আদায় করে নেয় আরও দুটি গোল। মোট সাত গোলের জয়ের স্বস্তি নিয়ে এবার ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার মিশনে মাঠে নামবেন সাবিনা খাতুনরা।

এর আগেও গত সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণারা। এবারও একই প্রতিপক্ষের গোল উৎসব করলেন তহুরারা।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে সপ্তম মিনিটেই জালের দেখা পেয় যায় বাংলাদেশ। তহুরার পাস ধরে বাম পায়ের দারুণ শটে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা।

১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। পরের গোলটি আসে ২৬তম মিনিটে। সতীর্থ মনিকার আড়াআড়ি ক্রস থেকে ঠিকানা খুঁজে নেন সাবিনা খাতুন।

৩৫তম মিনিটে আবারও বাংলাদেশের গোল। এবার স্কোরকার্ডে দ্বিতীয়বার নাম লেখান তহুরা। প্রতিপক্ষের ডি বক্সের একটু ওপর থেকে শট নিয়ে স্কোরলাইন ৪-০ করেন তিনি। এর দুই মিনিট বাদে আরেকবার জালে বল পাঠিয়ে গোলের সংখ্যাটা পাঁচে নিয়ে যান সাবিনা।

এরপর বিরতিতে যাওয়ার আগে এক গোল শোধ করে ব্যবধান কমায় ভুটান। ডেকি লাহজমের গোলে কিছুটা লড়াইয়ে ফেরার আশা করলেও সেটা আর সম্ভব হয়নি। কারণ, বিরতির পর আরও দুটি গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মনিকা চাকমার চিপ শটে বল পেয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তহুরা। ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে ভুটানকে কোণঠাসা করে তোলেন তিনি। এরপর শেষ পেরেকটি মারেন মাসুরা পারভীন। ম্যাচের ৭২তম মিনিটে কর্নার কিক থেকে আসার বলে মাথা ছুঁইয়ে স্কোরলাইন ৭-১ করেন পারভীন। বাকি সময় এই ব্যবধান ধরে রেখেই ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...