ডিসেম্বর ২৩, ২০২৪

চরম নাটকীয়তা ভরা লা লিগায় আরেকটি নাটক মঞ্চস্থ হয়ে গেল। তিনদিন আগেই ক্যাম্প ন্যুতে ৪-০ ব্যবধানে হার দেখেছিল বার্সেলোনা। এবার সান্তিয়াগো বার্নাব্যুতে দু’বার এগিয়ে গেলেও জয় পায়নি কার্লো আনচেলত্তির দল। ১৩ মাস পর ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারের স্বাদ দিয়েছে ভিয়ারিয়াল।

শনিবার (৮ এপ্রিল) রাতে রিয়ালের তিক্ততার ম্যাচে জয়ের নায়ক ভিয়ারিয়ালের নাইজেরিয়ান উইঙ্গার স্যামুয়েল চুকুওয়ে। তার দুই গোলের পর পরের বার স্কোরশিটে নাম তোলেন লুইস মোরালেস। অন্যদিকে, ভিয়ারিয়ালের আত্মঘাতি গোলের পর রিয়ালের হয়ে ভিনিসিয়াস জুনিয়র এক গোল করেন। কিন্তু তাদের হার ঠেকাতে পারেনি সেটি। ফলে সফরকারীরা ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

এদিন ম্যাচের মাত্র ১৬ মিনিটে এগিয়ে যায় আনচেলত্তির শিষ্যরা। মার্কো অ্যাসেনসিওর শট প্রতিপক্ষ ফুটবলার পাউ তরেসের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এর মিনিট দুয়েক আগেই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। মাঝমাঠ থেকে ফ্রি কিকে বল পেয়ে যান অরক্ষিত ভিনিসিয়াস। কিন্তু ‘ওয়ান-অন-ওয়ানে’ সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

এরপর ১৮ এবং ২৬ মিনিটে ভিয়ারিয়াল দুটি সুযোগ নষ্ট করে। প্রথমে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন অ্যালেক্স বায়েনা। পরের মিনিটে ডাবল সেভে ব্যবধান বাড়তে দেননি সফরকারী গোলরক্ষক রেইনা। বেনজেমার পর রদ্রিগোর শটও চমৎকার রিফ্লেক্সে ফিরিয়ে দেন তিনি। ২৬তম মিনিটে চুকুওয়ে’র শট বার ঘেঁষে চলে যায়। ২৯ মিনিটে আবারও ভিয়ারিয়ালের আক্রমণ। প্রায় ৩০ গজ দূর থেকে বায়েনার বুলেট গতির শট কোনোমতে ফিরিয়ে দেন থিবো কোর্তোয়া।

মিনিট পাঁচেক পরই একটুর জন্য বল লক্ষ্যে রাখতে পারেননি ভিয়ারিয়ালের আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। তবে ৩৯ মিনিটে সফরকারীরা সমতায় ফিরে। ডি বক্সের মাথায় বল পেয়ে পায়ের কারিকুরিতে নাচোকে এড়িয়ে এগিয়ে যান চুকুওয়ে। চুয়ামেনি চ্যালেঞ্জ জানানোর আগেই পেনাল্টি স্পটের কাছ থেকে কোর্তোয়াকে এড়িয়ে তিনি জাল খুঁজে নেন। যোগ করা সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পান নাচো। অ্যাসেনসিও থেকে পাওয়া বলে লাফিয়ে কোনোমতে মাথা ছোঁয়াতে পারেন নাচো, কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ গোলে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস। ডি বক্সের বাইরে দানি সেবায়োসের কাছ থেকে পাওয়া বল চার ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর ৫৩ ও ৬৩ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া করেন ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়াস। প্রথমবার বল বাইরে এবং দ্বিতীয় সুযোগটি প্রতিপক্ষ ফুটবলারের গায়ে মেরে নষ্ট করেন। এর মাঝেই ৬০ মিনিটে করিম বেনজেমাকে তুলে নেন আনচেলত্তি। সামনে দলের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তিনি অবশ্য এদিন বেশ কয়েকজন ফুটবলারকে খেলাননি।

৭০তম মিনিটে মোরালেসের গোলে সমতা ফেরায় ভিয়ারিয়াল। চুকুওয়ে’র ক্রস মানু ত্রিগেরোসের পায়ে লাগলে পেয়ে যান একটু আগেই বদলি নামা মোরালেস। তার দ্বিতীয় চেষ্টার শট কোর্তোয়াকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও পরে ভিএআরের রিভিউয়ে রেফারির সিদ্ধান্ত পাল্টায়। ৮০ মিনিটে দুর্দান্ত গোলে ভিয়ারিয়ালকে ফের এগিয়ে নেন চুকুওয়ে। ডি বক্সের বাইরে বল পেয়ে অসাধারণ এক বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ঝাঁপিয়েও নাগাল পাননি কোর্তোয়া। সেই গোলই রিয়ালের হার নিশ্চিত করে।

এর আগে ২০২২ সালের মার্চে সর্বশেষ বার্নাব্যুতে বার্সার কাছে হেরেছিল রিয়াল। এরপর ১৩ ঘরের মাঠে তারা অপরাজিত ছিল। এ নিয়ে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭১ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।

মাত্র আট দিনের মধ্যে তিন ম্যাচ খেলবে রিয়াল। প্রথমটিতে কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে আনচেলত্তির দল। কদিন পর তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে খেলবে চেলসির বিপক্ষে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...