ডিসেম্বর ২২, ২০২৪

রাষ্ট্রীয় পর্যায়ে বিরোধের জেরে ২০১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ। দুই দল শুধু আইসিসি এবং এশিয়া কাপে খেলছে।

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর হচ্ছে ভারতে। অনেক জল্পনা-কল্পনার পর ভিসা জটিলতা কাটিয়ে বিশ্বকাপ খেলতে ভারত সফরে যায় পাকিস্তান ক্রিকেট দল।

সফরে প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা চার খেলায় হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান।

বিশ্বকাপের ফাইনালের আগে ভারত ত্যাগ করে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায় কলকাতার ইডেনে গার্ডেন্সে ভক্ত-সমর্থকদের অটোগ্রাফ দিচ্ছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।

তখন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যানের কাছে এক সমর্থক বলেন, ‘আপনারা মাঝে মধ্যে ভারতে আসবেন।’ জবাবে রিজওয়ান বলেন, ‘আপনারা যদি ভিসা দেন তাহলে অবশ্যই আসব।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...