সেপ্টেম্বর ৮, ২০২৪

গত বছর আফগানিস্তান সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়ে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপকে থেকে ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত হোসেন। এবার মিস করলেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। তবে এবাদতকে নিয়ে সুখবর দিয়েছেন বিসিবির স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ ইয়াকুব চৌধুরী ডালিম।

গত জুলাইয়ে অস্ত্রোপচারের পর ফিট হয়ে মাঠে ফিরতে টাইগার পেসারকে নিয়ে কাজ করছেন তিনি। আগামী সপ্তাহে এবাদত বল করা শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। তবে সেটা পূর্ণ দমে নয়।

ডালিম বলেন, এবাদত জিমে বোলিং ড্রিল শুরু করেছেন। আগামী সপ্তাহে নেটে বোলিং শুরু করবেন। তবে এখনই পুরোপুরি বোলিং করতে পারবেন না। আপাতত ৪০ থেকে ৫০ শতাংশ ইনটেনসিটিতে বোলিং করবেন। এরপর ধীরে ধীরে গতি বাড়াবেন। পাশাপাশি চলবে তার ফিটনেস ট্রেইনিং।

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে তাকে পুরোপুরি ফিট হিসেবে পাওয়ার ব্যাপারে আশাবাদী ডালিম।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ও ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি রোমন্থন করলেই সামনে আসবে পেসার এবাদত হোসেনর নাম। দ্বিতীয় ইনিংসে আগুন ঝরানো বোলিংয়ে একাই ৬ উইকেট নিয়েছিলেন তিনি। তাতে ৪০ রানের লক্ষ্য পেয়ে সহজে জয় তুলে নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।

২০২২ সালের জানুয়ারিতে বিধ্বংসী এবাদতকে চিনেছিল ক্রিকেট বিশ্ব। তবে বাংলাদেশ দল তার প্রতিভা আঁচ করতে পেরেছিল ২০১৯ সালেই। এরপর গত কয়েক বছর তিনি হয়ে উঠেছেন টাইগারদের পেস ইউনিটের অন্যতম স্তম্ভ।

কিন্তু আক্ষেপের বিষয়, গত জুলাইয়ের পর থেকে তার সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২০ টেস্ট, ১২ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন এবাদত। সব মিলিয়ে তার শিকার ৭১ উইকেট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *