নভেম্বর ১৫, ২০২৪

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ভারত শুধু আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয়, তারা আমাদের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। ১৯৭১ সাল থেকে ভারত আমাদের সাথে রয়েছে। যখন কেউ ছিলো না তখন ভারতই আমাদের পাশে ছিল।

গত সোমবার (১৫ জানুয়ারি) সন্ধায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, সহসভাপতি মো. মহসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন শামীম, দপ্তর সম্পাদক পারভেজ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, যুদ্ধের সময় তারা (পাকিস্তানিরা) আমাদের দেশের নিরীহ মানুষদের হত্যা ও অত্যাচার করছিল তখন কেউ এগিয়ে আসেনি। তখন ভারতই আমাদের পাশে ছিল।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ঠে বিশ্বের বিভিন্ন দেশে রোড শো আয়োজন করা হলেও ভারতে এখনও তা করা হয়নি। এ বছরে ভারতে কোনো রোড শো আয়োজন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দেখা যাক, নিশ্চই ভারতে রোড শো হওয়া উচিত।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ১১ জানুয়ারি সন্ধ্যায় মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে তিনি শপথ নেন। আর ১৪ জানুয়ারি থেকে তিনি অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।

আবুল হাসান ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন।

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৬২ সালে বি এ এবং ১৯৬৩ সালে এম এ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...