জানুয়ারি ২২, ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গে ১৩৮ বছরের পুরোনো আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির বিভিন্ন প্রদেশেও বিক্ষোভ শুরু হচ্ছে। এর মধ্যেই এবার দেশটির উত্তরাখণ্ড রাজ্যে একটি বাসে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এবার ভুক্তভোগী উত্তরাখণ্ডের এক নাবালিকা। গত ১৩ অগাস্ট ঘটনাটি ঘটলেও ১৭ অগাস্ট শনিবার বিষয়টি সামনে আসে।

এই নৃশংস ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে উত্তরাখণ্ডের রোডওয়েজের একটি বাসের মধ্যে। ইতোমধ্যে বাসের চালক ও কন্ডাক্টরসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, নাবালিকা নির্যাতনের ঘটনায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির একটি দল তাকে উদ্ধার করে মামলা দায়ের করেছে। ওই নাবালিকা উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার বাসিন্দা। উত্তরাখণ্ড থেকে দেরাদূনে যাওয়ার পথে বাসেই চলে নির্যাতনের ঘটনা।

অভিযোগ, বাসের মধ্যেই নাবালিকাকে মারধর এবং যৌন নির্যাতন করা হয়। শনিবার, ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...