জানুয়ারি ১২, ২০২৫

ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ সোমবার থেকে বন্ধ রয়েছে। একই সঙ্গে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বড় ভারতীয় বিমান সংস্থাগুলো বাংলাদেশে যাওয়া এবং আসা উভয় রুটে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সোমবার বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে গিয়ে শেখ হাসিনা এখন ভারতেই আছেন।

রেল কর্মকর্তারা বলছেন, সীমান্তে নিরাপদে আসা-যাওয়ার নিশ্চয়তা পাওয়ার আগে আর রেল চলাচল শুরু হবে না।

গত কয়েক সপ্তাহ ধরে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেসের যাত্রা ব্যাহত হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ২১ জুলাই থেকে দৈনিক এই ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হচ্ছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার দেশটির নাগরিকদের পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...