জানুয়ারি ২৩, ২০২৫

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অজয় বাঙ্গা।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি বিশ্বব্যাংকের শীর্ষ পদে বসতে যাচ্ছেন।

অজয় বাঙ্গা ‍২ জুন পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হচ্ছেন।

যুক্তরাষ্ট্রের নাগরিক অজয় বাঙ্গার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। অজয়ের চাকরি জীবন ভারতে শুরু। তিনি নেসলে ও সিটি গ্রুপে কাজ করেন। এরপর মাস্টার কার্ডে যোগ দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অজয় বাঙ্গাকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বাইডেন আশা প্রকাশ করেন, অজয় বাঙ্গা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বব্যাংককে এগিয়ে নেবেন। একই সঙ্গে নতুন প্রেসিডেন্ট দারিদ্র্য বিমোচনের লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখবেন।

বিবিসির এক সাক্ষাৎকারে অজয় বাঙ্গা জানান, তিনি বিশ্বব্যাংককে এমনভাবে এগিয়ে নিতে চান যাতে এর লক্ষ্যগুলো পুরোপুরি অর্জন সম্ভব হয়।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের মনোনয়ন দরকার হয়। এবার অজয় বাঙ্গা ছাড়া কেউ এই পদের জন্য আবেদন করেননি। ফলে অজয়ের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...