ডিসেম্বর ২২, ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছয় বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দূর সম্পর্কের চাচার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের মা।

অভিযুক্ত যুবকের নাম নাম শাহাদাত হোসেন (২৬)। সে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ছিদ্দিক চৌকিদার বাড়ির মৃত সোলেমান হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিম বাড়ির শিশুদের সঙ্গে পাটি পাতার বাগানে খেলাধুলা করছিল। তখন প্রতিবেশী দূর সম্পর্কের চাচা শাহাদাত হোসেন ভিকটিমকে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে শাহাদাত তাকে একটি কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। ভয়ে ভুক্তভোগী শিশুর চিৎকার করলে শাহাদাত পালিয়ে যায়। পরে বিষয়টি ঘরোয়া সালিশে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু সমাধান না হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...