জানুয়ারি ২২, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র রয়েছে।

নিহতরা হলেন— গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রামের নান্নু সিকদার (৭৫) ও ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া মহল্লার সেলিম বেপারির ছেলে শাওন বেপারি (১৮)।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদি মহল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী শাওন বেপারি গুরুতর আহত হয়। এরপর তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্কুল ছাত্র ভাঙা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

অপরদিকে গতকাল দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী সার্বিক পরিবহনের বাসের চাপায় নান্নু সিকদার (৭৫) নামক এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শন সাইদুর রহমান বলেন, এই দুটি দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...