ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানি সর্বমোট ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৮০২টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৮১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার টাকা।
আজ মঙ্গলবার ( ১০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকের ৪২ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার টাকার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল রিসোর্টের ৯ কোটি ১৮ লাখ ১৪ হাজার এবং তৃতীয় স্থানে ন্যাশনাল ব্যাংকের ৬ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৬ কোটি ২৫ লাখ ১১ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৪২ লাখ ৯৩ হাজার, ব্রাক ব্যাংকের ২ কোটি ২৪ লাখ ৪৮ হাজার, পাওয়ার গ্রীডের ১ কোটি ৪১ লাখ ৬০ হাজার, খান ব্রাদার্সের ১ কোটি ২৪ লাখ ৪০ হাজার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১ কোটি ১০ লাখ এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।