নভেম্বর ২৫, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ ব্লক মার্কেটে ৬১টি কোম্পানির মোট ৬১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সোমবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইস্টার্ন ব্যাংকের ১৪ কোটি ২৫ লাখ ৮০ হাজার, দ্বিতীয় স্থানে ট্রাস্ট ব্যাংকের ১৩ কোটি ৫৪ লাখ ৫০হাজার এবং তৃতীয় স্থানে সোনালী পেপারের ১২ কোটি ৮২ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ৩ কোটি ৮ লাখ ১০ হাজার, কেডিএস এ্যাক্সেসরিজের ১ কোটি ৯৩ লাখ ৪৬ হাজার, উত্তরা ব্যাংকের ১ কোটি ৮৯ লাখ ২০ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১ কোটি ৬৪ লাখ ৪ হাজার, ব্রাক ব্যাংকের ৮৪ লাখ ৮৯ হাজার, গ্রামীণফোনের ৮০ লাখ ৮৭ হাজার এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...