জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ ব্লক মার্কেটে ৬১টি কোম্পানির মোট ৪০ কোটি ৫৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ সোমবার ৮ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বাংলাদেশ স্টিলের ৯ কোটি ৫২ লাখ ৭৪ হাজার, দ্বিতীয় স্থানে গ্রামীণফোনের ৭ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ও তৃতীয় স্থানে সী পার্ল রিসোর্টের ৪ কোটি ২ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৮০ লাখ ৩২ হাজার,সিটি ব্যাংকের ১ কোটি ৩৭ লাখ ৪২ হাজার, একমি ল্যাবটরিজের ১ কোটি ১৫ লাখ ৭৭, সোনালী আঁশের ১ কোটি ১২ লাখ ৭১ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৭ লাখ, বেক্সিমকোর ১ কোটি ৬ লাখ এবং ন্যাশনাল ব্যাংকের ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...