ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত আজ ব্লক মার্কেটে মোট ৬৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮০ লাখ ৫৫ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ২৫ লাখ টাকা।

আজ বৃহস্পিতবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংক ৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

দেশবন্ধু পলিমার ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডস ১ কোটি ৫৪ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৭২ লাখ, একমি ল্যাব ৫৮ লাখ, শাহজিবাজার ৯৬ লাখ, লাফার্জহোলসিম ৬০ লাখ ও বেক্সিমকো ফার্মা ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...