জানুয়ারি ২৪, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির মোট ৪০ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সোমবার ২২ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি গ্রামীণফোনের ৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার, দ্বিতীয় স্থানে খান ব্রাদার্সের ৪ কোটি ৪১ লাখ ৩ হাজার ও তৃতীয় স্থানে সিঙ্গার বাংলাদেশের ৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সী পার্ল রিসোর্টের ৩ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার, বীচ হ্যাচারির ৩ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার, একমি পেস্টিসাইডের ৩ কোটি ৩ লাখ ৮ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার, পাওয়ার গ্রীডের ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৪ লাখ ২৬ হাজার এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ২২ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...