নভেম্বর ২৮, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানির মোট ২৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৪৭ লাখ ১১ হাজার, দ্বিতীয় স্থানে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ কোটি ৬৭ লাখ ৬ হাজার ও তৃতীয় স্থানে বেক্সিমকোর ৩ কোটি ৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বীচ হ্যাচারির ২ কোটি ৮ লাখ ৬৩ হাজার ,বিডি থাই এ্যালুমিনিয়ামের ১ কোটি ৬৯ লাখ ৭০ হাজার, আলহাজ টেক্সটাইলের ৯৬ লাখ ৫৯ হাজার, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৬৭ লাখ ৫০ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ২৯ হাজার, কেডিএস এক্সেসরিজের ৫৭ লাখ এবং সী পার্ল রিসোর্টের ৫৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...