দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ ব্লক মার্কেটে ৭৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদিন এসব কোম্পানির মোট ৪১ কোটি ১৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটার্স, ই-জেনারেশন এবং বীচ হ্যাচারি। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৫ শতাংশ।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ১৩ কোটি ৪৫ লাখ ৪২ হাজার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৮ কোটি ৪০ লাখ ৬০ হাজার, ই-জেনারেশনের ২ কোটি ৫৩ লাখ ১ হাজার এবং বীচ হ্যাচারির ২ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডের ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ৩১ লাখ ২৫ হাজার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৮ লাখ ৯২ হাজার, রবি আজিআটার ৮০ লাখ ৩৯ হাজার এবং ন্যাশনাল ব্যাংকে লিমিটেডের ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।