ডিসেম্বর ২২, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ২৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬১ কোটি ৫৭ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ইসলামী ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ১০২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

লাফার্জহোলসিম ৮ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন ৩ কোটি ১৪ লাখ, বিএটিবিসি ১ কোটি ২৮ লাখ, বসুন্ধরা পেপার ১ কোটি ৬৮ লাখ, বেক্সিমকো ফার্মা ১ কোটি ৯২ লাখ, এমারেল্ড অয়েল ২ কোটি ৬৮ লাখ, গ্রামীণফোন ৫ কোটি ২১ লাখ, আইএফআইসি ব্যাংক ১ কোটি ৩ লাখ, লুবরেফ বিডি ২ কোটি ১০ লাখ, আরডি ফুড ১ কোটি ২৩ লাখ, রেনেটা ১ কোটি ৫২ লাখ, রূপালী লাইফ ৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...