নভেম্বর ২৮, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির ৪৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৮ কোটি ৩১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ৫ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৪ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের লিমিটেড।

সোমবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৪৬ লাখ ৭২ হাজার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার, ফরচুন সুজের ২ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার, ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৫৮ লাখ, বিকন ফার্মার ২ কোটি ৩০ লাখ ৬৮ হাজার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ২৭ লাখ ৩৩ হাজার এবং এডিএন টেলিকমের ১ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...