জানুয়ারি ৪, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসিকে জমি কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এ অনুমতি পেয়েছে।

ব্র্যাক ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির প্রধান কার্যালয় নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। রেজিস্ট্রেশন ও আনুষাঙ্গিক ব্যয়সহ জমি কেনার মোট ব্যয় ধরা হয় ৩০০ কোটি টাকা।

বিধি অনুসারে, দেশে ব্যবসারত কোনো ব্যাংক জমি, ভবন বা স্পেস কিনতে চাইলে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমতি নিতে হয়। এ অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের পর্ষদে জমি কেনার সিদ্ধান্ত নেওয়ার পর এ বিষয়ে অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করলে বাংলাদেশ তা অনুমোদন করে।

তবে ব্যাংকটি রাজধানীর কোন এলাকায় এবং কী পরিমাণ জমি কিনবে তা প্রকাশ করেনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...