নভেম্বর ২৮, ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ব্যালট পেপারসহ অন্যান্য উপকরণ বিতরণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি উপকরণ বিতরণ শুরু করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড বিভিন্ন আসনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের মধ্যে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি তিনটি প্রেস থেকে বিতরণ করা হচ্ছে।  গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি; বিজি প্রেস থেকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি ও ভোলা এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা জেলার ব্যালট পেপারসহ অন্যন্য নির্বাচনী সরঞ্জাম বিরতণ করা হচ্ছে।

নিরাপত্তাসহ ব্যালট পেপার সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানোর পর জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় সেসব সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারপর ভোটের দিন সকালে জেলা থেকে সেগুলো যথাসময়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও ব্যালট পেপার পাঠানো হবে।

প্রার্থিতা ফিরে পাওয়া বা বাতিল নিয়ে মামলাগুলো মাথায় রেখে ৩১শে ডিসেম্বরের মধ্যে ব্যালট মুদ্রণ শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...