জানুয়ারি ১১, ২০২৫

শ্রীলংকা সফরে টানা তিন ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ‘এ’ দল। টানা তিন জয়ের পর আজ চতুর্থ ম্যাচে হেরে গেল তারা।

নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন বোলাররা। কিন্তু ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারায় হার এড়ানো সম্ভব হয়নি। বাংলাদেশ নারী ‘এ’ দল চতুর্থ ম্যাচেট হেরে যায় ১৯ রানে।

মঙ্গলবার কলম্বোয় স্বাগতিকদের ১২৪ রান তাড়ায় ১০৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রতিপক্ষকে শুরু থেকে চাপে রাখে বাংলাদেশ। ফাহিমা খাতুন ও মারুফা আক্তারদের দারুণ বোলিংয়ে ৪০ রানের মধ্যে ৪ উইকেট হারায় লঙ্কানরা।

বিপর্যয়ে পড়া দলকে পথ দেখান অধিনায়ক সাথিয়া সান্দিপানি। পঞ্চম উইকেটে পিউমি ওয়াথসালাকে নিয়ে ৪২ বলে ৪৭ রানের জুটি গড়েন তিনি। ওয়াথসালা ৪টি চারে ২৯ বলে ২৯ রান করে বিদায় নেন।

এরপর মালশা শেহানির সঙ্গে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সান্দিপানি। ৩ চারে ১৪ বলে ২১ রান করেন মালশা। এক ছক্কা ও ৩ চারে ৩৩ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন সান্দিপানি।

রান তাড়ায় প্রথম ওভারেই দিলারা আক্তারকে হারায় বাংলাদেশ। সোবাহানা মোস্তারি, মুর্শিদা খাতুন দুইজনেই ফেরেন ২ রান করে। ২১ রানে ৩ উইকেট হারানো দলের এক প্রান্ত ধরে রাখা অভিজ্ঞ শামিমা সুলতানা ১ ছক্কা ও ২ চারে ৪১ বলে ৩৮ রান করে বিদায় নেন। এরপর আর কেউ দলের হাল ধরতে না পারায় ১৯.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ নারী এ দল।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা নারী ‘এ’ দল: ২০ ওভারে ১২৪/৪ (ভিহাঙ্গা ২, পুর্না ৮, মেন্ডিস ৯, ওয়েরাসিংহে ৪, সান্দিপানি ৪৬*, ওয়াথসালা ২৯, মালশা ২১*; মারুফা ৪-০-২১-২, জাহানারা ৪-০-৩২-১, জেসমিন ৩-০-১৩-০, নাহিদা ৩-০-২৩-০, ফাহিমা ৩-০-১৩-২, স্বর্ণা ২-০-২১-০)

বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৯.৩ ওভারে ১০৫ (দিলারা ০, শামিমা ৩৮, সোবহানা ২, মুর্শিদা ২, তাজ ১৫, স্বর্ণা ২৮, ফাহিমা ৩, নাহিদা ২, জাহানারা ১, মারুফা ৯, জেসমিন ১*; ভিমুকথি ৩.৩-০-১৫-২, মাদুশানি ৪-০-২২-২, মালশা ৪-০-২৮-১, থারুকা ৪-০-১৯-২, ভিহাঙ্গা ৪-০-২১-২)

ফল: শ্রীলংকা ‘এ’ দল ১৯ রানে জয়ী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...