জানুয়ারি ২৩, ২০২৫

অনেক ব্যাংক প্রবাসীদের পাঠানো অর্থ নির্ধারিত হিসাবে জমা দিচ্ছে না। এর ফলে ভোগান্তিতে পড়তে হয় প্রবাসীদের। তাই প্রবাসী আয় পাঠানোর দুই দিনের মধ্যে প্রবাসীর বাবা, মা, স্ত্রী, বোন এবং সন্তান কিংবা নির্ধারিত ব্যক্তির হিসাবে পাঠানোর নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ বেনিফিশিয়ারির নিকট বিতরণের নিয়ম সঠিকভাবে পরিপালন করা হচ্ছে না। তাই নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়সীমা দুই কার্যদিবসের মধ্যে প্রবাসী রেমিট্যান্সের অর্থ যথাযথভাবে বেনিফিশিয়ারির নিকট বিতরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

এদিকে সংকটের মধ্যে ডলার প্রবাহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। এরপরেও প্রবাসীদের পাঠানো ডলারের পরিমাণ বাড়ানো যাচ্ছে না। গত তিন মাস ধরেই রেমিট্যান্সের পরিমাণ কমেছে। সর্বশেষ মাসে এসেছিল মাত্র ১৩৪ কোটি ডলার। চলতি মাসেই নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ মাসের প্রথম ১৩ দিন এসেছে ৭৮ কোটি ১২ লাখ ডলার।

এর আগে বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...