জানুয়ারি ৮, ২০২৫

দেশের ব্যাংক খাত সংস্কারের জন্য ১৫০০ কোটি মার্কিন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাজেট সহায়তা হিসাবে আগামী ডিসেম্বরে মধ্যে মিলবে আরও ৪০ কোটি ডলার।

অাজ রোববার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এডিবির কান্ট্রি ডিরেক্টর এটি নিশ্চিত করেছেন।

ওই বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, আজকের বৈঠক আর্থিক খাত, রাজস্ব খাত সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এডিবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর

অর্থায়ন সংস্থা। তারা স্বল্প মধ্যে ও দীর্ঘ মেয়াদে সহায়তার আশ্বাস দিয়েছে। এলডিসি উত্তোলনে বাজেট সহায়তা হিসাবে আগামী ডিসেম্বর ৪০ কোটি ডলার দেবে সংস্থাটি।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...