সেপ্টেম্বর ২৯, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার (Coupon Rate) তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে।

মঙ্গলবার (৪ জুন) রাজধানীর গুলশানে ইউসিবি ইনভেস্টমেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।

ব্যাংক এশিয়া সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ঘোষিত কুপন হার ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন আলোচিত বন্ডের ইউনিটধারীরা।

আগামী ২৬ জুন ঘোষিত কুপন বা সুদ প্রাপ্তির রেকর্ড তারিখ।ওই তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে বন্ড থাকবে তারা ঘোষিত সুদ পাবেন।

ব্যাংকটির ঘোসণা অনুসারে, ২৮ জুন অথবা তার পরবর্তী প্রথম কার্যদিবসে বন্ডধারীদের প্রাপ্য সুদের টাকা তাদের একাউন্টে পাঠিয়ে দেবে ব্যাংক কর্তৃপক্ষ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *