জুলাই ৫, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) ব্যাংকটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ‌এই মান নিরুপণ করা হয়েছে।

ব্যাংক এশিয়া সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, স্বল্প মেয়াদে ব্যাংক এশিয়ার ঋণমান এসটি-১। গতবছরও স্বল্প মেয়াতে ব্যাংকটির ঋণমান একই ছিল। অন্যদিকে দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে, এএ১। দীর্ঘ মেয়াদেও ব্যাংকটির ঋণমান আগের বছরেরটি বহাল আছে।

সংস্থাটির ভাষ্য অনুসারে, এএ১ ঋণমানের অর্থ হচ্ছে-সব ধরনের আর্থিক প্রতিশ্রুতি পূরণের উচ্চ সক্ষমতা রয়েছে ব্যাংক এশিয়ার। অন্যদিকে এর ঋণ ঝুঁকি একেবারেই কম।

এসটি-২ ঋণমানের অর্থ হচ্ছে, ব্যাংক এশিয়ার তারল্য পরিস্থিতি খুবই ভাল।এছাড়া সব ধরনের দায় পরিশোধে প্রতিষ্ঠানটির রয়েছে উচ্চ সক্ষমতা।

ব্যাংকটির ঋণমান ও আর্থিক স্বাস্থ্য সম্পর্কে প্রতিষ্ঠানটির পূর্বাভাস হচ্ছে-স্থিতিশীল।

আগামী বছরের (২০২৫) ৩০ জুন পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।

উল্লেখ, ব্যাংক এশিয়া পিএলসি ২০০৪ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন এক হাজার ১৬৫ কোটি ৯১ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৫৩ দশমিক ২২ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৩৬ দশমিক ৩০ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১০ দশমিক ৪৮ শতাংশ শেয়ার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *