ব্যাংক আলফালাহ বাংলাদেশ অধিগ্রহণ করবে ব্যাংক আলফালাহ অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া। বুধবার (১৭ এপ্রিল) করাচি ভিত্তিক ব্যাংক আলফালাহ পাকিস্তান স্টক এক্সচেঞ্জে তথ্য প্রকাশ করেছে।
পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ব্যাংকটি জানায়, ব্যাংক আলফালাহ লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মতি সাপেক্ষে ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম, সম্পদ এবং দায় অধিগ্রহণের জন্য ব্যাংক এশিয়া লিমিটেডের কাছ থেকে পাওয়া প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে।
ব্যাংকটি আরও জানায়, ব্যাংক এশিয়ার কাছে ব্যাংক আলফালাহ অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন করার জন্য স্টেট ব্যাংক অফ পাকিস্তানের কাছ থেকে অনুমোদন চাইবে ব্যাংকটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী রোববার (২১এপ্রিল) ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হবে। এরপরে ব্যাংকটি বিস্তারিত প্রকাশ করবে।