নভেম্বর ১৪, ২০২৪

ব্যাংকে লেনদেনের সময় আধাঘণ্টা বাড়ানো হলেও পুঁজিবাজারের লেনদেন সূচিতে কোনো আপাতত কোনো পরিবর্তন আসছে না। তাই বর্তমান সূচিতেই বাজারে লেনদেন চলবে। অর্থাৎ সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে তা বেলা ২ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৯ জুন বাংলাদেশ ব্যাংক লেনদেনের সময় বাড়িয়ে একটি সার্কুলার জারি করেছে। ওই সার্কুলার অনুসারে, আজ বুধবার (১৯ জুন) থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হয় সকাল ১০টায়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এর আগে ব্যাংকিং লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

অন্যদিকে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি অফিসের সময় ১ ঘণ্টা বাড়িয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা নির্ধারণ করে। আজ থেকে এই সময়সূচি কার্যকর।

সরকারের অফিস সময় পরিবর্তনের সিদ্ধান্তের সাথে মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের অফিস সূচিতেও পরিবর্তন এনেছে। তবে ব্যাংক লেনদেন বাড়লেও স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় আগেরটাই বহাল রাখা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...