জানুয়ারি ৫, ২০২৫

ছয় মাসের ব্যবধানে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের ব্যয় কমেছে ১২ দশমিক ৪৬ শতাংশ।

চলতি বছরের প্রথমার্ধে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ খাতে ব্যাংকগুলো ব্যয় করেছে ৩৫৩ কোটি ৮ লাখ টাকা। এর আগের জুলাই থেকে ডিসেম্বর সময়ে যা ছিল ৩০৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সোমবার এ খাতের হালনাগাদ তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে তাদের সিএসআর তহবিলের ৩০ শতাংশ শিক্ষাখাতে, ৩০ শতাংশ স্বাস্থ্যসেবায় এবং ২০ শতাংশ দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন খাতে ব্যয় করতে হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকগুলো স্বাস্থ্যসেবা খাতে প্রায় ৭২ কোটি টাকা, শিক্ষা খাতে সাড়ে ৬৩ কোটি টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন খাতে ৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় করেছে। বাকি ১৬৬ কোটি টাকা ব্যয় হয়েছে অন্যান্য খাতে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, বেসরকারি প্রিমিয়ার ব্যাংক চলতি বছরের প্রথমার্ধে সর্বোচ্চ সিএসআর ব্যয় করেছে ৪৬ কোটি টাকা। এক্সিম ব্যাংক ব্যয় করেছে ২৭ কোটি টাকা। আর ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যয় করেছে ২৬ কোটি টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...